শিক্ষা প্রতিষ্ঠানের নাম: | বাঙ্গড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় |
সংক্ষিপ্ত বর্ণনা: | বিদ্যালয়টি উপজেলা সদর থেকে ১২ কি.মি. উত্তরে ১ নং বাঙ্গড্ডা ইউনিয়স্থ বাঙ্গড্ডা বাজারের পশ্চিম পাশে অবস্থিত। ক্যাচমেন্ট এলাকার পরিবার সংখ্যা ১৩৩১টি এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর সংখ্যা প্রায় ২৩০৪ জন। শিশু ভর্তির হার ১০০%। |
প্রতিষ্ঠাকাল: | ১৯৪০ খ্রিস্টাব্দ। |
ইতিহাস: | ১৯৪০ সালে মরহুম আলহাজ্ব ওমর আহম্মদ মজুমদার (সাবেক জাতীয় সংসদ সদস্য) এর দানকৃত ৩৩ শতাংশ ভুমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটি সরাকারি হয়। |
মোট ছাত্র-ছাত্রী: | ছাত্র - ৪৩৩, ছাত্রী - ৫১১, মোট - ৯৪৪ |
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণি ভিত্তিক): | প্রাক প্রাথমিক শ্রেণি: ছাত্র - ২৫, ছাত্রী - ৩৬, মোট - ৬১ ১ম শ্রেণি: ছাত্র - ৭৯, ছাত্রী - ৯১, মোট - ১৭০ ২য় শ্রেণি: ছাত্র - ৯১, ছাত্রী - ৯১, মোট - ১৮২ ৩য় শ্রেণি: ছাত্র - ৯৬, ছাত্রী - ১১২, মোট - ২০৮ ৪র্থ শ্রেণি: ছাত্র - ১১০, ছাত্রী - ১২৩, মোট - ২৩৩ ৫ম শ্রেণি: ছাত্র - ৩২, ছাত্রী - ৫৮, মোট - ৯০ |
পাশের হার (২০১০): | ৭৪% |
কর্মরত শিক্ষকদের তালিকা: | ১। মোহাম্মদ সামছুল আলম - এম.এ, সি-ইন-এড - প্রধান শিক্ষক ২। মোঃ রফিকুল ইসলাম - এম.এস-সি, সি-ইন-এড - সহকারী শিক্ষক ৩। সাধন চন্দ্র মজুমদার - এস.এস.সি, সি-ইন-এড - সহকারী শিক্ষক ৪। সাহেনা বেগম - এস.এস.সি, সি-ইন-এড - সহকারী শিক্ষক ৫। নাজমিন জাহান - বি.এস.এস, সি-ইন-এড - সহকারী শিক্ষক ৬। পরিনীতা সাহা - বি.এস-সি, বি-এড. - সহকারী শিক্ষক ৭। হায়াতুন নবী - বি.এস.এস, বি-এড. সি-ইন-এড - সহকারী শিক্ষক ৮। মরিয়ম আক্তার - এইচ.এস.সি. - সহকারী শিক্ষক ৯। শহিদ উল্যা - বি.এস-সি, বি-এড, সি-ইন-এড - সহকারী শিক্ষক ১০। মোহাম্মদ সহিদ উল্লা - কামিল - সহকারী শিক্ষক ১১। ফাহমিদা রহমান - এস.এস.সি. - সহকারী শিক্ষক ১২। কাকুলী আকতার - বি.এস.এস.(অনার্স) - সহকারী শিক্ষক ১৩। বকুল আকতার - বি.এস.এস, সি-ইন-এড - সহকারী শিক্ষক ১৪। লায়লা আকতার - এস.এস.সি. - সহকারী শিক্ষক |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS